Connecting You with the Truth

নড়াইলে বাল্য বিয়ের অপরাধে কনের পিতার জেল, বর-যাত্রী’র পলায়ন

Zhinaidah ballo biyeউজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, নড়াইলের ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের মোশাররফ হোসেনের ছেলে মো. নাঈম শেখ (২৫)’র সাথে একই গ্রামের মাহাববু বিশ্বাসের মেয়ে আসমা খানম (১৭) শুক্রবার (১৫ জুলাই) গভীর রাতে বিয়ের প্রস্তুতি চলছিল।
গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম রেজা বিয়ে বাড়িতে হাজির হয়ে বাল্য বিয়ের অপরাধে বর মো. নাঈম শেখ (২৬) কনের চাচা হালিম শেখ (৫৫)কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
অপর ঘটনায় নড়াইল জেলার বিজয়পুর গ্রামের সফদার ফকিরের ছেলে পলাশ (২২)’র সাথে কাশিপুর গ্রামের আহম্মেদ মুন্সির মেয়ে সুমাইয়া খানম (১৪) সাথে বিয়ের দিন ধার্য ছিল। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সেলিম রেজা’র বিয়ে বাড়িতে উপস্থিতি টের পেয়ে বর ও যাত্রী সটকে পড়ে। ভ্রাম্যমান আদালত বাল্য বিয়ে ভেঙ্গে দেন এবং কনের পিতা ভ্যান চালক আহম্মদ মুন্সি ৪০) কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন জেল হাজতে প্রেরন করেন।

Comments