নড়াইলে বাস পোড়ানো মামলায় ছাত্রদলের দুই নেতা আটক
উজ্জ্বল রায়, নড়াইল: বাস পোড়ানো মামলায় নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান ও সহ-সভাপতি রাজু আহম্মেদ রাজীবকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সোমবার দুপুরে নড়াইল সদর আমলী আদালতে আত্মসমর্পণ করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ তাদের জামিন নামঞ্জুর করেন। দলীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১০ জানুয়ারি নড়াইল শহরের হাতিরবাগান এলাকায় বাস পোড়ানোসহ নাশকতা মামলার আসামি খন্দকার ফসিয়ার রহমান ও রাজু আহম্মেদ রাজীব আদালতে আজ আত্মসমর্পণ করেন। প্রায় বছর সময় ধরে আসামিরা পলাতক ছিলেন।