Connecting You with the Truth

নড়াইলে বিপুল পরিমান ভারতীয় আমদানি নিষিদ্ধ কাপড় আটক

নড়াইলে বিপুল পরিমান ভারতিয় আমদানি নিষিদ্ধ কাপড় আটক করেছে নড়াইল ডিবি পুলিশ
নড়াইলে বিপুল পরিমান ভারতিয় আমদানি নিষিদ্ধ কাপড় আটক করেছে নড়াইল ডিবি পুলিশ

নড়াইল প্রতিনিধি : নড়াইলে বিপুল পরিমান ভারতিয় আমদানি নিষিদ্ধ কাপড় আটক করেছে নড়াইল ডিবি পুলিশের একটি চৈাকস টিম। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে যশোর নড়াইল সড়কে নিওমিত গাড়ি তলাশির সময় যশোর থেকে ছেড়ে আশা একটি পিকাপ তার গতি বিধি দেখে শন্ধ হলে পিকাপটি দাড় করিয়ে তলাশি করে। ভারতিয় আমদানি নিশিদ্ধ ছয় গাট কাপড় উদ্ধার করে।

এ সময় আরিফ রহমান, মৃত আবুল হাসান, গ্রাম- চাঁচড়া রায়পাড়া থানাঃ কতুয়ালি ড্রইভার সহ দুই জনকে আটক করে নড়াইল ডিবি পুলিশের এ.এস.আই হাসান, এ.এস.আই আলমগির, কনেস্টবল নারান, শিমুল, বিল্লা সহ ডিবির একটি টিম। এই বিষয়ে ডিবি পুলিশের এ.এস.আই হাসান, এ.এস.আই আলমগির সাথে যোগাযোগ করা হলে তিনি ছয় গাট কাপড় উদ্ধার করেছে বলে জানান।

তবে তাদের কাছে বৈাধ কোন কাগজ পত্র আছেকি না যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। সঠিক হলে তাদের ছেড়ে দেওয়া হবে। তানা হলে তাদের বিরুদ্ধে আইন নানুক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...