Connecting You with the Truth

নড়াইল জেলা কারাগারে এক হাজতির মৃত্যু


বৃহস্প্রতিবানড়াইল প্রতিনিধি :
নড়াইল জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার একটি হত্যা মামলার আসামী খালেক মোল্লা (৫০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি জেলার লোহাগড়া উপজেলার সারুলিয়া গ্রামের আলিমুদ্দিন মোল্লার পুত্র।  মৃত খালেক মোল্লা লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের চর সারুলিয়া গ্রামের আসাদ মোল্যা হত্যা মামলার আসামী। নড়াইল জেলা কারাগারের জেলার এ, কে, এ, এম, মাসুম জানান, রবিবার (১৬ আগস্ট) সকালে হাজতি খালেক মোল্লা হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে লাশের ময়না তদন্ত শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Comments
Loading...