Connecting You with the Truth

পঞ্চগড়ের ময়নাগুড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পালিত

মমতাজ আলী তেঁতুলিয়া,পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বোদা ময়নাগুড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা,বেলুন উড়িয়ে বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়মীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী এমপি। এসময় তিনি বলেন, বোদা ময়নাগুড়ি উচ্চ বিদ্যালয়টি একশ বছর যাবত শিক্ষার কল্যাণে কাজ করে যাচ্ছে। পঞ্চগড় জেলা একটি দরিদ্রতম জেলা। যা আজকের বাংলাদেশের অন্যতম খাদ্য উদবৃত্ত জেলা এবং অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ জেলা হিসেবে পরিণত হয়েছে।
বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান,পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট,তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহীন,আলরাজি সহ ১৯১৭ সালের প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান কয়েক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিডিপত্র/আমিরুল

Comments
Loading...