Connecting You with the Truth

পঞ্চগড়ে কালো পতাকা মিছিল করলো ২০ দলের

পঞ্চগড় প্রতিনিধি:
গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের উদ্যোগে শনিবার দুপুরে পঞ্চগড়ে বিএনপির দলীয় কার্যালয় হতে একটি কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পঞ্চগড় বিএনপি’র দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে জেলা বিএনপি’র সাবেক সভাপতি মোজাহার হোসেন, পৌর বিএনপি’র সভাপতি মেয়র তৌহিদুল ইসলাম, জাসাস রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী শেখ, জেলা যুবদলের সভাপতি এ্যাড. নাজমুল ইসলাম কাজল, জাগপার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনছার আলীসহ ২০ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ অংশ নেন।

Leave A Reply

Your email address will not be published.