Connecting You with the Truth

পঞ্চগড়ে গাঁজাসহ মাদকব্যবসায়ী চক্রের ৩ সদস্য গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি:
দেড় কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদকব্যবসায়ী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শুক্রবার রাতে জেলার বোদা-দেবীগঞ্জ মহাসড়কের আমেরসারি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল জেলার দেবীগঞ্জ উপজেলার পামুলী শান্তিরহাট এলাকার মোজাম্মেল হকের পুত্র রেজাউল (৩০), একই এলাকার বেনী মোহনের পুত্র রাজেন্দ্রনাথ (৪০) ও দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শিবরামপুর গণপৈত এলাকার আবু সাহিদের পুত্র জুলফিকার (২৫)। পরে তাদের দেবীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
দেবীগঞ্জ থানা ও ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ হয়ে গাঁজা বিক্রি করছেন এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মোজাম্মেল হক ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তাদের শরীরে ও ব্যাগে তল্লাশি চালিয়ে দেড় কেজি গাঁজা উদ্ধার করে।
গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আলী খান ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.