Connecting You with the Truth

পঞ্চগড়ে জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ

মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং (রাজ) ২৬৪ এর নিজ অর্থায়নে প্রায় ৮ হাজার পরিবহন শ্রমিকের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার(০৩ এপ্রিল) বিকেলে পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ২৬৪ এর কার্যালয়ের সামনে জেলার ৫ উপজেলার মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন শাখার প্রতিনিধিদের হাতে ত্রান বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন রেজি নং (রাজ) ২৬৪ এর সভাপতি মোঃ মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ খয়রুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকবর মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মুকুল, সড়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান, সহ-সড়ক সম্পাদক মোঃ সারোয়ার হোসেন, অর্থ সম্পাদক মোঃ আইয়ুব আলী প্রমুখ

এসময় পঞ্চগড় জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন ২৬৪ এর সভাপতি মোঃ মোশারফ হোসেন,জানান, আমাদের সংগঠনের নিজ অর্থয়ানে শ্রমিকদের মাঝে এ ত্রাণ বিতরণ করছি। আমাদের পরিবহণ শ্রমিকদের জন্য ত্রান বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

Comments
Loading...