Connecting You with the Truth

পঞ্চগড়ে নানা আয়োজনে সমবায় দিবস পালিত

pch-2আপেল,পঞ্চগড়: সমবায়ের দর্শন, টেকসই উন্নয়ন’ এই শ্লোগান নিয়ে পঞ্চগড়ে নানা আয়োজনে ৪৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় পঞ্চগড় জেলা প্রশাসন, জেলা সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সরকারি বে-সরকারি দফতরের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশ নেয়। পরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে সমবায়ের দর্শন, টেকসই উন্নয়ন বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান, পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল ও পঞ্চগড় পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ ও জেলা সমবায় কর্মকর্তা মো.শাহজাহান। এ সময় বক্তারা সফল সমবায়ীদের দৃষ্টান্ত তুলে ধরে টেকসই উন্নয়নে সমবায়ের উপর গুরুত্বারোপ করেন।

Leave A Reply

Your email address will not be published.