পঞ্চগড়ে পাথর বালি ব্যবসায়ী সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ সমাবেশ
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পাথর বালি ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ মো. মজিবর রহমানের (৭০) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পাথর বালি ব্যবসায়ী সমিতি শনিবার রাতে ভজনপুরস্থ সমিতির কার্যালয়ে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আমানুল্লাহ বাচ্চু সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমিতির সভাপতি আলহাজ¦ মো. মজিবর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন , তেঁতুলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রাজিয়া সুলতানা, সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল, বিশিষ্ট ব্যবসায়ী হামিদুর রহমান লাবু, ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মকছেদ আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সমিতির পাঁচবারের নির্বাচিত সভাপতি মজিবর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলকভাবে মিথ্যা এই মামলা দায়ের করেছেন। ঘটনার দিন মজিবর রহমান পঞ্চগড় পাথর বালি যৌথ ফেডারেশনের দিনব্যাপী এক সভায় সভাপতিত্ব করেছিলেন বলে বক্তারা জানিয়েছেন। বক্তারা দায়েরকৃত মিথ্যা এই মামলাটি সঠিকভাবে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, তেতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের আতমাগছ গ্রামের এলাহী বকসের স্ত্রী মোছা. রশিদা বেগম বাদি হয়ে মজিবর রহমানসহ তার পরিবারের ৭ জনের নামে গত ১৬ নভেম্বর পঞ্চগড় বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলাটি দায়ের করেন।