Connecting You with the Truth

পঞ্চগড়ে সাংবাদিককে পিটুনি বিজিবির ৫ সদস্য প্রত্যাহার

পঞ্চগড়

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে সাংবাদিক পেটানোর ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাঁচ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া ক্যাম্প থেকে ওই বিজিবি সদস্যদের প্রত্যাহার করে ব্যাটালিয়ন সদরদফতরে পাঠানো হয়।  পিটুনির শিকার এ রহমান মুকুল দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল আইয়ের পঞ্চগড় প্রতিনিধি এবং স্থানীয় প্রেসক্লাবের সভাপতি।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক প্রত্যাহারের তথ্যটি নিশ্চিত করেছেন। তবে তাদের নাম-পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

মুকুল জানান, গত শনিবার দুপুরে বিজিবি সদস্যরা ঘাগরা ক্যাম্পে এক কৃষককে মারধর করেন। এ সময় মারধরের কারণ জানতে চাইলে সেখানে থাকা পাঁচ বিজিবি সদস্য তাকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করেন। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় গত রোববার পঞ্চগড় প্রেসক্লাবের কয়েকজন সদস্য বিজিবির ব্যাটালিয়ন অধিনায়কের সঙ্গে দেখা করে এ বিষয়ে অভিযোগ করেন। পরে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিজিবি।

Comments