Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সাংবাদিক হত্যার বিচারের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

Panchagarh  Human chain newsডিজার হোসেন বাদশা, পঞ্চগড়: রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলোর স্টাফ রিপোর্টার মশিউর রহমান উৎসকে হত্যা ও দৈনিক রংপুর চিত্রের স্টাফ রিপোর্টার এসএম পিয়ালকে পত্রিকা অফিস থেকে তুলে নিয়ে অমানবিক নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করেছে পঞ্চগড় জেলা প্রেসক্লাব ও গণমাধ্যমকর্মীরা। বৃহস্পতিবার পঞ্চগড় জেলা প্রেসক্লাবের আয়োজনে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে সাংবাদিক মশিউর রহমান উৎসকে নৃশংসভাবে হত্যা ও সাংবাদিক এসএম পিয়ালের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সাথে অবিলম্বে ওই সকল ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। অন্যথায় পঞ্চগড় থেকে আরো কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানানো হয়। মানববন্ধনে জেলা পেসক্লাবের সাংবাদিকসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও নিউ মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সভাপতি আনিস প্রধান, সাধারণ সম্পাদক মো. শাহজালাল, সিনিয়র সাংবাদিক এ রহমান মুকুল, পঞ্চগড় চেম্বার অব কমার্সের সভাপতি আশরাফুল আলম পাটোয়ারী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক, জেলা ছাত্রলীগ সভাপতি আকতারুজ্জামান আকতার, পৌর বিএনপির সাংগঠিক সম্পাদক আবদুল­াহ আল মামুন রণিক। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে সাংবাদিক মশিউর রহমান উৎস’র হত্যাকারী ও এস এম পিয়ালের উপর হামলাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তি এবং ক্ষতিগ্রস্ত সাংবাদিক পরিবারকে আর্থিক সহযোগিতাসহ সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন।
উলে­খ্য, গত ২৩ ডিসেম্বর রংপুর শহরের দৈনিক যুগের আলোর স্টাফ রিপোর্টার মশিউর রহমান উৎসকে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনার কয়েকদিন পর গত ৩১ ডিসেম্বর দৈনিক রংপুর চিত্রের স্টাফ রিপোর্টার এস এম পিয়ালকে পত্রিকা অফিস থেকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন করে সন্ত্রাসীরা।

Leave A Reply

Your email address will not be published.