পঞ্চগড়ে হেযবুত তওহীদের বোদা কার্যালয়ে সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনাসভা
নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়: পঞ্চগড় বোদ উপজেলা কার্যালয়ে হেযবুত তওহীদের উদ্যেগে সমস্ত প্রকার অন্যায়, অশান্তি, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ‘‘সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে জনসম্পৃক্ততার বিকল্প নেই’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় বিশিষ্ট ব্যবসায়ী ও হেযবুত তওহীদ সদস্য মো. বাদশা মিয়ার আয়োজনে ও হেযবুত তওহীদের পঞ্চগড় জেলা আমির মো. আবু সাঈদের সভাপতিত্বে আয়োজিত উক্ত সভায় মূখ্য আলোচনা পেশ করেন হেযবুত তওহীদের কেন্দ্রিয় আমির মো. মসীহ উর রহমান।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় আমির মো. আশেক মাহমুদ, দৈনিক বজ্রশক্তির রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান আমিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও হেযবুত তওহীদ সদস্য মো. লুৎফর রহমানসহ হেযবুত তওহীদের শুভাকাঙ্খী ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।