Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পঞ্চগড় আটোয়ারীতে উঠতে শুরু করেছে নতুন পিঁয়াজ

Onnion_picsআটোয়ারী প্রতিনিধি, পঞ্চগড়:  পঞ্চগড় জেলায় আটোয়ারী উপজেলার হাট বাজার গুলোতে নতুন পিঁয়াজ উঠতে শুরু করেছে। সেই সাথে গত সপ্তাহ থেকে উপজেলার অধিকাংশ হাট বাজারে কম বেশি নতুন পিঁয়াজ উঠায় পিঁয়াজের ক্রমাগত বারতি বাজারও বেশ কমেছে। পাশা-পাশি নতুন পিঁয়াজের বাজার ভালো হওয়ায় কৃষকরা বেশ খুশি। উপজেলা ঘুরে দেখা গেছে এ বছর উপজেলার ৬ (ছয়) টি ইউনিয়নের পিঁয়াজ আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৫০ হেক্টর জমিতে । কিন্তু আবহাওয়া অনুকুলে থাকায় আবাদ হয়েছে লক্ষ্য মাত্রার চেয়ে ২০ হেক্টর বেশি জমিতে। ইতি মধ্যে উচু জমিতে আগাম রোপন করা পিঁয়াজ উপজেলার হাট বাজারে উঠতে শুরু করায় বাজারে ইতি বাচক প্রভাব পড়েছে। গত সপ্তাহে প্রতি মন পিঁয়াজ ১,৩০০-১,৫০০শত টাকা বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৯০০-১,০০০ টাকা। এতে ক্রেতা সাধারনের মাঝে স্বস্থি দেখা দিয়েছে। তবে বর্তমান বাজারে ও কৃষকেরা বেশ খুশি। উপজেলার বলরামপুর ইউনিয়নের পিঁয়াজ চাষি আকবর হোসেন জানান যে, ২৫ শতক জমিতে পিঁয়াজ চাষ করতে খরচ হয় ৫-৬ হাজার টাকা। আর প্রতি ২৫ শতক জমিতে উৎপাদন হয় ২০-২৫ মন। তবে বর্তমান বাজার মূল্যে ২৫ শতক জমিতে উৎপাদিত পিঁয়াজের মূল্য ২০,০০০-২৫,০০০/- টাকা। যা উৎপাদন খরচের চেয়ে ১৫-২০ হাজার টাকা বেশি । ফলে কৃষকেরা এ বাজারে ভীষন খুশি।

Leave A Reply

Your email address will not be published.