পঞ্চগড় আটোয়ারীর বর্ষালুপাড়া সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক-২
আটোয়ারী প্রতিনিধি,পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা বর্ষালুপাড়া সীমান্তে ২৮টি ভারতীয় গরু সহ ২ জনকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে একজন ভারতীয় নাগরিক ও একজন বাংলাদেশী চোরাকারবারি। বুধবার সকালে ঠাকুরগাঁও ৩০ বিজিবি বালাপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। আটক কৃতরা হল ভারতের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গোমাদিঘী গ্রামের পচির উদ্দীন তিলঘুয়া (৩৫) এবং আটোয়ারী উপজেলার দারখোর গ্রামের দেলোয়ার হোসেন (২৮)। বিজিবি বালাপাড়া ক্যাম্পের নায়েক সুবেদার এমদাদুল হক জানান, ভারতীয় ঐ নাগরিক সীমান্তের ৩৯৮ নং মেইন পিলার এলাকা দিয়ে গরু সহ বাংলাদেশে প্রবেশ করে। খবর পেয়ে বর্ষালুপাড়া সীমান্তের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক কৃতদের আটোয়ারী থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। ঠাকুরগাঁও ৩০ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে,কর্ণেল তুষার বিন ইউনুস ২৮টি ভারতীয় গরু, ১ (এক) ভারতীয় নাগরিক সহ ২ (দুই) চোরাকারবারিকে আটকের কথা নিশ্চিত করেছেন। আটোয়ারী থানার ওসি মোঃ শাহআলম বলেন, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।