Connecting You with the Truth

পঞ্চগড় তেঁতুলিয়ায় দুইটি বিদেশী অস্ত্র উদ্ধার

CIMG5870ক্রাইম রিপোর্টার, তেঁতুলিয়া, পঞ্চগড়:  দেশের চলমান অবরোধের নামে নাশকতা প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, সীমান্তে চোরাচালান প্রতিরোধসহ তালিকা ভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে তেঁতুলিয়া মডেল থানা দীর্ঘ দিন ধরে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় তেঁতুলিয়া ভজনপুরে ডাঙ্গাপাড়ার একটি বাঁশঝাড় থেকে ২টি পিস্তল উদ্ধার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ভজনপুর ডাংগাপাড়া নামক এলাকার হবিবর রহমান, পিতা-মৃত.শফিউর রহমান এর বসত দক্ষিণ-পশ্চিম কোণে বাঁশঝাড়ে ম্যাগজিংসহ দুইটি বিদেশী পিস্তল পরিত্যক্ত অবস্থায় হালকা মাটি দ্বারা ঢাকা দেখতে পেয়ে স্থানীয় ব্যক্তিদের মোকাবেলায় তেঁতুলিয়া মডেল থানার ওসি (তদন্ত) এবং এএসআই শহীদ এর নেতৃত্বে এসআই মনির অস্ত্র দুটি জব্দ করেন। এ ঘটনায় মডেল থানায় একটি জিডি করা হয়েছে। যার নং-২২৪, তাং-৬/৩/১৫। অস্ত্রের মডেল নং -৯.৬৫ এমএম মেড ইন ইউএসএ ও ৭.৬৫ এমএম মেড ইন ইউএসএ।

Comments
Loading...