Connecting You with the Truth

পঞ্চগড় বোদায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:  পঞ্চগড়ের বোদায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে গতকাল রবিবার বোদায় ডাব্লিউবি ট্রাস্টের সহযোগিতায় পল্লী সাহিত্য সংস্থা আলোচনা সভা ও মানববন্ধনের আয়োজন করে। বোদা উপজেলা তামাক নিয়ন্ত্রণ কোয়ালিশন এর ফোকাল পারসন সফিউল আলম টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন-অর-রশিদ, এসভিডির নির্বাহী পরিচালক মিজানুর রহমান, সাংবাদিক ও মানবাধিকারকর্মী লিহাজ উদ্দীন মানিক, স্থানীয় সমাজসেবক দানেশ আলী প্রমুখ। অপরদিকে এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট- এসিডি ও তামাক নিয়ন্ত্রন কোয়ালিশ মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে।

Comments
Loading...