পঞ্চগড় বোদায় বিশ্ব পরিবেশ দিবসের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক উপজেলা এ্যাডভোকেসী সভা সোমবার সুচনা সমাজ উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ রুমে অনুষ্ঠিত হয়। সুচনা সমাজ উন্নয়ন সংস্থার ইজিসিএসসি ইন জব্লিউএস প্রকল্পের আয়োজনে ও এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ দিনাজপুর অঞ্চল এতে সহযোগিতা করেন। সুচনা সংস্থার সভাপতি মোঃ আজিজুল হক এর সভাপতিত্বে এ্যাডভোকেসী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়াল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুল হক, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রশিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সুচনা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সফিকুল আলম দোলন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর প্রোগ্রাম ফেসিলিলেটর মোঃ রেজাউল ইসলাম, পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন-অর-রশিদ প্রমুখ। সভায় শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।