Connecting You with the Truth

পদকজয়ের পরদিন নিহত হলেন কর্নেল

MN-Raiআন্তর্জাতিক ডেস্ক:

লড়াইয়ের ক্ষেত্রে সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার ‘যুদ্ধ সেবা পদক’ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কাশ্মিরে সন্ত্রাসীদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক কর্নেল নিহত হয়েছেন। এনডিটিভি বলছে, সোমবার ভারতীয় প্রজাতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠানে সাহসিকতার ওই সর্বোচ্চ পুরস্কারে ভূষিত হয়েছিলেন কর্নেল মুনিন্দ্র নাথ রাই (৩৯)। এর একদিন পর মঙ্গলবার দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে এক অভিযানের নেতৃত্ব দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। এক বছরে কাশ্মিরে নিহত হওয়ার ভারতীয় সামরিক বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা তিনি। পুলওয়ামা’র মিন্দোরা গ্রামের ওই গোলাগুলির ঘটনায় সঞ্জীব সিং নামের ভারতীয় পুলিশের এক সদস্য ও দুজন সন্ত্রাসীও নিহত হয়েছেন।

Comments
Loading...