Connecting You with the Truth

পদদলিত হয়ে নিহতের ঘটনায় গ্রেফতারকৃত আট আসামি ৩ দিনের রিমান্ডে

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে যাকাতের কাপড় নিয়ে গিয়ে পদদলিত হয়ে ২৭ জন নিহতদের ঘটনায় দায়ের করা মামলায় আট আসামিকে তিন দিন করে রিমান্ডে দিয়েছে আদালত। রবিবার দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবিব এই আদেশ দেন।

আসামিরা হলেন-নূরানী জর্দ্দা ফ্যাক্টরীর মালিক মোহাম্মদ শামিম, তার পুত্র হেদায়েত, ম্যানজার ইকবাল, আরমান, আলমগীর, কর্মচারী আসাদুল, আব্দুল হামিদ ও গাড়িচালক পারভেজ।

এর আগে আটজনকে আদালতে হাজির করে সাতদিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিন করে রিমান্ড মঞ্জুর করে।

মামলার তদন্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, জিজ্ঞাসাবাদের প্রয়োজনে হত্যা মামলার আট আসামির প্রত্যেকের বিরুদ্ধে এই রিমান্ড প্রার্থনা করা হয়েছে।

এদিকে মালিকসহ আসামিদের মুক্তির দাবিতে নূরানী জর্দ্দা ফ্যাক্টরির শ্রমিকরা আদালত পাড়ায় বিক্ষোভ মিছিল করেছেন।

Comments
Loading...