Connecting You with the Truth

পদ্মায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আহত হয়ে খোকন মাদবর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুন) সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার সিডারচর এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটেছে। নিহত খোকন মাদবর জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের কাদির মাদবর কান্দি গ্রামের নুরু মাদবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খোকন মাদবর পেশায় একজন জেলে। গতকাল শনিবার রাতে পদ্মা নদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরার ফাঁদ পেতে রেখে বাড়িতে চলে আসে খোকন। পরে আজ ভোরে নৌকা নিয়ে ওই জাল তুলতে নদীতে যান তিনি। পদ্মা নদীর পশ্চিম সিডারচর এলাকা থেকে জাল তোলার সময় হঠাৎ বজ্রপাতে খোকন অসুস্থ্য হয়ে পড়লে অন্যান্য জেলেদের সহায়তায় তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে খোকন মাদবরকে মৃত ঘোষণা করেন।

পালেরচর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমির হোসেন শিকদার বলেন খোকন মাদবরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খোকন মাদবর চায়না দুয়ারি জাল তুলতে নদীতে গিয়েছিল। সেখানে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। তিন সন্তানের জনক খোকন মাদবরের মরদেহ জাজিরা হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। তার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারটি শোকে ভেঙে পড়েছে।

Comments
Loading...