পপির ‘নীলকষ্ট’ ঈদে
বিনোদন ডেস্ক:
রোজার ঈদের মতো কোরবানি ঈদেও বড় পর্দায় থাকছেন না চিত্রনায়িকা পপি। তবে ছোটপর্দায় একটি টেলিছবিতে দেখা যাবে তাকে। নাম ‘নীলকষ্ট’। এখানে পপির সহশিল্পী থাকছেন অপূর্ব ও জনি। এবারই প্রথম অপূর্বর সঙ্গে কাজ করবেন পপি। পপি জানান, এখানে তার চরিত্রের নাম নীরা। মেয়েটি একটি বিজ্ঞাপন এজেন্সিতে কাজ করে। সেখানে বয়সে ছোট সহকর্মী শুভর (জনি) সঙ্গে তার বন্ধুত্ব ও প্রেম গড়ে ওঠে। এক পর্যায়ে জানা যায়, শুভর বড় ভাই পার্থর (অপূর্ব) সঙ্গেও সম্পর্ক ছিল নীরার। ‘নীলকষ্ট’ লিখেছেন ফরহাদ লিমন, চিত্রনাট্য ও পরিচালনা করছেন বিইউ শুভ। আগামী ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ হবে। আগামী ঈদে একটি টিভি চ্যানেলে প্রচার হবে টেলিছবিটি।