পরকীয়ায় বাধা দেওয়ায় মধুখালীতে নাতির হাতে দাদা খুন
রেজাউল করিম তুহিন, মধুখালী, ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর চর-চন্দনা গ্রামে বৃহস্পতিবার রাতে পরকীয়ায় বাধা দেওয়ায় নাতির হাতে দাদা খুন হয়েছে। নিহত ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান মোস্তাক (৬০)। এ ব্যাপারে শুক্রবার সকালে পুলিশ তাছলিমা (২৫) নামে এক মহিলাকে আটক করেছে। ময়না তদন্তের জন্য মোস্তাকের লাশ ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের আনন্দনগর গ্রামের মানিকের স্ত্রী তাছলিমা মধুখালীর আশাপুরে অবস্থিত রাজ্জাক জুট মিলে চাকুরী করার সুবাদে আশাপুর গ্রামের মিন্টুর বাড়ীতে ভাড়া থাকত। এর সূত্র ধরে আশাপুর গ্রামের মতিন সিকদারের ছেলে সোহেল (২৫) এর সাথে তাছলিমার অবৈধ সম্পর্ক গড়ে উঠে। ঘটনার দিন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রাজ্জাক জুট মিলের পাশে একটি কলা বাগানের মধ্যে সোহেল ও তাছলিমা অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় দাদা বাড়ীর ফেরার পথে ঘটনাটি দেখে বাধা প্রদান করলে নাতি সোহেল রাগান্বিত হয়ে দাদা মোস্তাফিজের বুকে স্বজোরে কিল-ঘুশি ও প্রচন্ড আঘাত করলে মোস্তাফিজ অজ্ঞান হয়ে পড়ে যায় এবং ঘটনা জানাজানির এক পর্যায়ে বাড়ির লোক তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে মধুখালী থানায় নিহতের ছেলে মানিক বাদী হয়ে একটি হত্যা মামলার করেছে। সম্পর্কে সোহেল ও মোস্তাফিজ দাদা-নাতি।
মধুখালী থানার ওসি তদন্ত মো. গোলাম নবী জানান, এ ব্যাপারে সোহলসহ অজ্ঞাত কিছু লোককে আসামী করে মামলা হয়েছে, আসামীদের দ্রুত গ্রেফতারের ব্যবস্থা নেওয়া হবে।