Connecting You with the Truth

পরীমণি চলচ্চিত্রের আড়ালে অবৈধ ব্যবসা করতো: যুগ্ম কমিশনার হারুন

বিডিপি ডেস্ক:
নায়িকা পরীমণি চলচ্চিত্রের আড়ালে অবৈধ ব্যবসা করতো বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ। শুক্রবার (৬ আগস্ট) দুপুরে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এই ঘটনার পেছনে এক নারী ও পরীমণির কস্টিউম ডিজাইনার জিমির সম্পৃক্ততা রয়েছে। ওই নারী ও কস্টিউম ডিজাইনার গোয়েন্দা নজরদারিতে রয়েছেন বলেও জানান তিনি। যেকোনো সময় গ্রেফতার করা হবে জিমিকে। পরীমণিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে বলেও জানান যুগ্ম কমিশনার হারুন।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেছেন, কোনো শিল্পীর অপকর্মের দায় শিল্পী সমিতি নেবে না।

উল্লেখ্য, গত বুধবার (৪ আগস্ট) চিত্রনায়িকা পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‍্যাব। এ সময় পরীমণির বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের কথা জানায় সংস্থাটি।

Comments