Connecting You with the Truth

পশ্চিমবঙ্গে অস্ত্র কারখানা থেকে বিপুল অস্ত্রসহ আটক ৫

kolkattaঅনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা রবীন্দ্রনগর থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রবীন্দ্রনগরের কানখুলির ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, ওয়ান শাটার পিস্তল থেকে শুরু করে সিঙ্গল ব্যারেলের পাইপ গান, বিস্ফোরক, ৯ এমএম পিস্তলসহ মোট ১০১টি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ সময় আরো অন্তত ৯ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকেই বাড়ির মালিক আফতাব হোসেনসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৩ জনের বাড়ি মুঙ্গেরে, একজনের বাড়ি ভাগলপুরে। অপরজনের বাড়ি ক্যানিং-এর বাসন্তীতে বলে জানানো হয়েছে।

Comments
Loading...