Connecting You with the Truth

পহেলা বৈশাখে শোভাযাত্রা করবে আওয়ামী লীগ

পহেলা বৈশাখে বর্ষবরণ উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ বর্ণিল শোভাযাত্রা বের করবে। আগামীকাল শুক্রবার সকাল ৭টায় পুরনো ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে থেকে এ শোভাযাত্রাটি বের হয়ে ইংলিশ রোড, রায়সাহেব বাজার মোড়, তাঁতীবাজার মোড়, জনসন রোড, ফুলবাড়ীয়া এবং গোলাপশাহ মাজার হয়ে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে।

শোভাযাত্রার উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এছাড়া এক বর্ণাঢ্য, জাঁকজমকপূর্ণ, বাঙালি সংস্কৃতির ঐতিহ্যে পরিপূর্ণ, বর্ণিল শোভাযাত্রা করবে রাজধানীর বিভিন্ন থানা-ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ।

Leave A Reply

Your email address will not be published.