পাঁচ ক্রিকেটার টি-টোয়েন্টি সিরিজ শেষে ফিরেছেন ‘উইন্ডিজ’ থেকে
স্পোর্টস ডেস্ক:
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে মিঠুনের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ থেকে সোমবার সকালে দেশে ফিরেছেন আরো চার ক্রিকেটার। তারা হলেন মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, আবদুর রাজ্জাক ও সোহাগ গাজী। সোহাগের আগেভাগেই দেশে ফেরার কথা থাকলেও ফিরেছেন বাকি চার ক্রিকেটারের সঙ্গেই। অফস্পিনার সোহাগ গাজীর বোলিং অ্যাকশন নিয়ে আইসিসি সন্দেহ প্রকাশ করায় তার বোলিং পরীক্ষা দিতে হবে। প্রথম ওয়ানডেতে আম্পায়ারদের আপত্তির ফলে আইসিসির নিয়ম অনুযায়ী ২১ দিনের মধ্যে বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে হবে সোহাগ গাজীকে। ফিরে আসা ক্রিকেটারদের মধ্যে একমাত্র মাশরাফির পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। বল হাতে অভিজ্ঞ এই পেসার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আলো ছড়িয়েছেন। তিন ওয়ানডেতে ৫টি উইকেট নিয়েছেন দেশসেরা এই পেসার। অন্যদিকে, তরুণ পেসার তাসকিন খেলতে পেরেছিলেন গ্রানাডার প্রথম ওয়ানডে। উইকেটহীন সেই ম্যাচে ৪৬ রান বিলিয়ে আসেন তাসকিন। মোহাম্মদ মিঠুনের সুযোগ হয়নি কোনো ম্যাচ খেলার। একমাত্র টি-টোয়েন্টি দলে এ উইকেটরক্ষক ব্যাটসম্যানকে রাখা হলেও বৃষ্টির কারণে মাঠে নামাই হয়নি তার। এদিকে, গাজীর বদলি হিসেবে টেস্ট দলে যোগ দিতে সোমবার রাতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন বাঁ-হাতি স্পিনার ইলিয়াস সানি।