Connecting You with the Truth

পাকিস্তানে ঈদে মুক্তি পাচ্ছে না ‘বজরঙ্গি ভাইজান’?

বিনোদন ডেস্ক : ঈদ উপলক্ষে ভারতে মুক্তি পেলেও পাকিস্তানে সম্ভবত মুক্তি মিলছে না বলিউড তারকা অভিনেতা সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার। সালমান অভিনীত সিনেমাটি পাকিস্তানে যে সময় মুক্তি পাওয়ার কথা ছিল তার চেয়ে এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

একাধিক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ওই সময় দুটি পাকিস্তানি সিনেমা ‘রং নম্বর’ এবং ‘বিন বোয়ে’ মুক্তি পেতে চলেছে দেশটিতে। সালমানের ছবির জনপ্রিয়তায় যাতে ওই ছবি দুটির ব্যবসায় ভাঁটা না পড়ে, তার জন্যই ওই সিদ্ধান্ত। উল্লেখ্য, ভারতে ইদের সময় মুক্তি পাবে ‘বজরঙ্গি ভাইজান’।

জানা গেছে, পাকিস্তান সেন্সর বোর্ডের ছাড়পত্র এখনও পায়নি ‘বজরঙ্গি ভাইজান’। তাই বলিউডের ওই সিনেমা পাকিস্তানে ঈদের এক সপ্তাহ পরেই মুক্তি পাবে কিনা তা নিশ্চিত নয়।একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। সূত্র: এবিপি আনন্দ

Comments
Loading...