পাকিস্তানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৭
পাকিস্তানের পূর্বাঞ্চলের পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান জেলায় দুটি বাসের সংঘর্ষে কমপক্ষে ২৭ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
জেলা সমন্বয় কর্মকর্তা জাফর ইকবাল বলেন, রহিম ইয়ার খান জেলার খানপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি বলেন, দ্রুত গতির একটি বাস একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করছিল। এ সময় বাসের চালক বিপরীত দিক থেকে আসা বাসটি দেখতে পায়ননি এবং দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের শেখ জায়েদ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
ইকবাল বলেন, জেলার সব হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আহতদের রক্তদানের জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শিক্ষার্থীদের নিয়ে একটি বাস দেশের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী করাচি থেকে পূর্বাঞ্চলের লাহোর এবং অপর বাসটি করাচি থেকে সারগোধা নগরীতে যাচ্ছিল।-বাসস