পাকিস্তানে ম্যাচ অফিশিয়ালও দিচ্ছে না আইসিসি!

স্পোর্টস ডেস্ক:
শুরু থেকেই বলা হচ্ছিলো আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জন্য এখনো নিরাপদ নয় পাকিস্তান। সাবেক ক্রিকেটারদের আন্তর্জাতিক সংস্থা ফিকা থেকেও বারবার সাবধান করা হয়েছে। এমনকি এই সিরিজে মত নেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলেরও(আইসিসি)। তাই সিরিজ থেকে নিজেদের সব্রকম সম্পৃক্ততা বাতিল করছে ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি। কিন্তু সবকিছু পিছনে ফেলে আগামী ২২ মে টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে দিয়ে পাকিস্তানের বিপক্ষে লড়তে যাচ্ছে জিম্বাবুয়ে। সর্বশেষ খবরটি হলো, নিরাপত্তার খাতিরে এই সিরিজে কোন ম্যাচ অফিশিয়াল পাঠাচ্ছে না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি)। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়,’ পিসিবি এবং জেডএস(জিম্বাবুয়ে ক্রিকেট) কে আইসিসি জানাচ্ছে, আসন্ন দ্বিপাক্ষিক সিরিজে আইসিসির পক্ষ থেকে কোন ম্যাচ অফিশিয়াল পাঠানো হবে না। মূলত নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার কাছ থেকে সেখানকার অবস্থা সম্পর্কে অবগত হওয়ার পরেই এই সিদ্ধান্ত নিচ্ছে আইসিসি।’ এর আগে গত এপ্রিল মাসে আইসিসির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, পাকিস্তানে এখনো ম্যাচ অফিশিয়াল পাঠানোর মতো নিরাপদ হয়নি। ফলে এই সিরিজে স্থানীয় ম্যাচ অফিশিয়াল কতৃক ম্যাচ পরিচালনা করতে হবে। প্রসঙ্গত, এখন পর্যন্ত এই সিরিজ শুধুমাত্র’ অফিশিয়াল ক্রিকেট’ বলেই উল্লেখিত করা রয়েছে। কারণ আইসিসি পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে এখনো সবুজ সংকেত দেয়নি।


Comments
Loading...