Connecting You with the Truth

পাকিস্তানে শিক্ষাক্ষেত্রে উন্নয়নে মালালার কাছে অঙ্গীকার নওয়াজের

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে শিক্ষাক্ষেত্রে উন্নয়নে মালালার কাছে অঙ্গীকার নওয়াজের পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, তার সরকার দেশে শিক্ষার মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ। গতকাল বুধবার নরওয়ের রাজধানী অসলোতে শান্তিতে নোবেল বিজয়ী এবং শিক্ষা অধিকার কর্মী মালালা ইউসুফজাইয়ের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এই অঙ্গীকার করেন। বৈঠকে প্রধানমন্ত্রী মালালার সাহসিকতার প্রশংসা করেন। প্রধানমন্ত্রী অফিসের এক বিবৃতিতে গতকাল এ কথা বলা হয়। খবর ডন’র।

নওয়াজ শরিফ বলেন, শিক্ষায় নারী ও পুরুষের সুযোগ-সুবিধার মাধ্যমে লিঙ্গ সমতা নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী বলেন, সমাজের সুষম উন্নয়নে নারী, শিশু এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষায় তাত্পর্য্যপূর্ণ পদক্ষেপ নেয়া হয়েছে। দেশের শিক্ষাখাতে জিডিপি’র ৪ শতাংশ ব্যয় করার প্রতিজ্ঞা করে বলেন, ২০০৫ সালে ভূমিকম্পে ধ্বংস হওয়া এক হাজার স্কুলের পুননির্মান কাজ এগিয়ে চলছে। নওয়াজ সন্ত্রাস ও জঙ্গি নির্মূলে সেনাবাহিনীর অভিযানের বিষয়টি মালালার কাছে উল্লেখ করেন। এ সময় মালালা বলেন, জঙ্গিবাদ নির্মূলে শিক্ষাই হচ্ছে প্রধান অস্ত্র। তিনি শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন।

Comments
Loading...