পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে মেজর পদমর্যাদার ৫ জন রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় খাইবার পাখতুনওয়া প্রদেশের মনোশ্রা জেলায় এই দুর্ঘটনা ঘটে। খবর ডন’র।
নিহত হলেন মেজর হুমায়ুন (পাইলট), মেজর মুজাম্মিল (পাইলট), মেজর ড. শাহজাদ,.মেজর ড. আতিফ, মেজর ড. উসমান, হাবিলদার মুনির আব্বাসি (ফ্লাইট টেকনিশিয়ান), হাবিলদার আসিফ (ক্রু প্রধান), নায়েক আমির সাইদ, নায়েক মকবুল, সিপাহি রেহমতুল্লাহ, সিপাহি ওয়াকার এবং নার্সিং আমানুল্লাহ।
দেশটির সেনাবাহিনী জানিয়েছে, হেলিকপ্টারটি রাওয়ালপিন্ডির চাকলালা থেকে ত্রাণ নিয়ে গিলগিটে যাচ্ছিল। হেলিকপ্টারটিতে ১২জনই ছিলেন।
বাংলাদেশেরপত্র/এডি/এ