Connecting You with the Truth

পাগলের পাগলামিতে কিয়ানু রিভস ত্যাগের শিক্ষা!

b-2
বিনোদন ডেস্ক:
এইসব “পাগলদের” কথা শুনলে নিজের চেহারা আয়নায় দেখতে মন চায় না। এরা মানুষের চোখে আক্সগুল দিয়ে যেন দেখিয়ে দেন মানুষের কদর্য রূপ! একা সুখে থাকার চেয়ে সবাইকে নিয়ে সুখে থাকা অনেক সুখের- এই সত্যটি আবার যেন সবার চোখে আক্সগুল দিয়ে দেখিয়ে দিলেন “পাগল” কিয়ানু রিভস। তেমনই এক ‘পাগল’ হলেন কিয়ানু রিভস। চিনলেন না? ‘ম্যাট্রিক্স ট্রিলজি’ দেখেছেন? নিশ্চয় রিও কে মনে আছে আপনার। সেই রিও-ই হল কিয়ানু রিভস। এই পাগলের কাণ্ডটা এবার তাহলে শুনুন। কিয়ানু রিভস ম্যাট্রিক্স থেকে উপার্যন করা সমস্ত টাকা (প্রায় ৫ কোটি পাউন্ড) ম্যাট্রিক্সের ভিজুয়াল এফেক্টসের কলাকুশলীদের মধ্যে ভাগ করে দিয়েছেন! ফলে, প্রত্যেকেই তারা কোটিপতি হয়ে গিয়েছেন। নিশ্চয় আপনি প্রশ্ন করবেন, এভাবে টাকা বিলাতে গেলেন কেন? উত্তরটা শুনুন তাহলে তার মুখ থেকেই। কিয়ানু জানিয়েছেন, সিনেমাটির এই সাফল্যের পিছনে সত্যিই যাঁদের হাত রয়েছে তারাই এর আসল অধিকারী। টাকা আমার ভাবনা থেকে একটু দূরেই থাকে। আমি যা উপার্যন করেছি, তাতে আগামী কয়েকটা শতাব্দী আমার চলে যাবে। কয়েকটা শতাব্দী পার করে দেবার মতো অর্থ এই পৃথিবীতে অনেকেরই আছে, কিন্তু কিয়ানু মতো এই সাহস আছে কয় জনের! আর তার এই যে আনন্দ ভাগাভাগির আনন্দ এটা থেকে যাবে তার শেষ দিন পর্যন্ত।

 

Leave A Reply

Your email address will not be published.