Connecting You with the Truth

পাটগ্রামে জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিজিবি’র মত বিনিময়

Patgram_BGB_Pk_2ব্রিগেডিয়ার জেনারেল শাহরীয়ার আহমেদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিজিবি’র জঙ্গি ও মাদক বিরোধী জন সচেতনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৫ বিজিবি, পাটগ্রাম উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে মঙ্গলবার বিকালে টিএন উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশে কয়েক হাজার নারী-পুরুষ সমাবেত হয়।
পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিজিবির রিজিয়ন কমান্ডার উত্তর-পশিচম রিজিয়ন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহরীয়ার আহমেদ চৌধুরী, এনডিসি, পিএসসি।
উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের সেক্টর কমান্ডার কর্ণেল মো. জুলফিকার আলী। এ ছাড়াও উপস্থিত ছিলেন লালমনিরহাট ১৫ বিজিবির পরিচালক লেঃ কর্ণেল বজলুর রহমান হায়াতী, সহকারী পুলিশ সুপার শহীদ সোহরাওদী,পাটগ্রাম উপজেলা নিবার্হী কর্মকতা নুর কুতুবুল আলম, পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ অবনী শংকর কর। সমাবেশে সরকারী কর্মকতা-কর্মচারী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,সাংবাদিক,রাজনৈতিক নেতা-কমী, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, সাংস্কৃতিক সংগঠন ও সুশিল সমাজের প্রতিনিধি সহ সমাজের বিভিন্ন স্তরের লোকজন এ সমাবেশে অংশগ্রহন করেন।

Comments
Loading...