সন্ত্রাস দমনে পাকিস্তানকে কঠোর চাপ ওবামার
আন্তর্জাতিক ডেস্ক: সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দেশের মাটিতে জঙ্গি-কার্যকলাপ বন্ধ করতে পাকিস্তানকে সক্রিয় পদক্ষেপ নিতেই হবে। সেজন্য সবার আগে পাকিস্তানে যে জঙ্গি-নেটওয়ার্ক রয়েছে, তা নষ্ট করতে হবে। পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটির জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে ওবামা জানিয়েছেন, ভারতকে দীর্ঘদিন ধরে যে সন্ত্রাসের আঘাত সহ্য করতে হচ্ছে, এই ঘটনা তার আরও এক উদাহরণ। অন্যদিকে, সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদও। সংবাদসংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন, পাঠানকোট হামলার পর ভারত পাকিস্তানের কাছে যে দাবি জানিয়েছে, তা সঙ্গত।