Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পাবনা জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা হাবিবা খন্দকার ইভা

Habiba Khondokar Iva

শামসুজ্জামান, পাবনা : পাবনা জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ভাঙ্গুড়া পৌরসভার সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাবিবা খন্দকার ইভা । পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে বাছাই কমিটির সাক্ষাৎকার বোর্ডে তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন বলে অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মোঃ মনসুর রহমান জানিয়েছেন। বোর্ডের সভাপতি পাবনা জেলা প্রশাসকের পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা),পুলিশ সুপার,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই এর সুপার ও অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণ এসময় উপস্থিত ছিলেন। হাবিবা খন্দকার সঙ্গীতসহ বিষয় ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষনে ভাল রেজাল্ট, ডিজিটাল পদ্ধতিতে ক্লাশ গ্রহণ, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও বহুমুখী প্রতিভার পরিচয় দেন। জেলার ৯টি উপজেলার বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষাগণ এতে অংশ গ্রহণ করেন। ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসার তাকে অভিনন্দন জানান।এছাড়াও তার সহকর্মী ও অন্যান্য সরকারি কর্মকর্তা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।

বাংলাদেশেরপত্র/ এডি/ এ

Leave A Reply

Your email address will not be published.