পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ
পাবনা প্রতিনিধি:
এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দু’পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
পাবনা সদর থানার ওসি আহসানুল হক জানান, বুধবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। তিনি বলেন, দুপুরে ক্যাম্পাসে সিনিয়র ছাত্রদের সামনে ধূমপান করার অভিযোগে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীকে মারধর করেন শাহেদ সিদ্দিকী শান্ত নামে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতা। মারধরের শিকার শিক্ষার্থী মেহেদী হাসান বনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কমিটির সাবেক আহ্বায়ক মিজানুর রহমান সবুজের সমর্থক। এ ঘটনায় সবুজপক্ষের কর্মীরা সংঘবদ্ধ হয়ে শান্তপক্ষের কর্মীদের ধাওয়া দিয়ে ক্যাম্পাসের বাইরে অবস্থান নেয়। ক্যাম্পাসের ভেতর অবস্থান নেয় শান্তপক্ষের কর্মীরা। এ সময় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে এ পুলিশ কর্মকর্তা জানান। সবুজপক্ষের নেতা ও বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি আসিফ হোসেন বলেন, তাদের কর্মী বনিকে বিনা অপরাধে তারা মারধর করেছেন শান্ত। এ ব্যাপারে শাহেদ সিদ্দিকী শান্তর সঙ্গে বার বার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আউয়াল কবির জয় বলেন, তুচ্ছ ঘটনায় ছাত্রলীগের দুটি পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছিল। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ ওই দুই পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক করলে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।