Connecting You with the Truth

পারস্য উপসাগরে ২০টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে ইরান

cf5ee70ec25e56cf9a0cd94df2af2ba3_XLআন্তর্জাতিক ডেস্ক:

পারস্য উপসাগরে চলমান সামরিক মহড়ায় ইরান ২০টি নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বুধবার এ ঘোষণা দিয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত খবর আরো পরে জানানো হবে। এদিকে, চলতি মাসের ১১ তারিখে আইআরজিসি’র সেকেন্ড-ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো মধ্যপ্রাচ্যের যেকোনো টার্গেটে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। তিনি বলেন, “আজ আমাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে।” জেনারেল সালামি আরো বলেছেন, ইরানের হাতে রয়েছে দ্রুত গতিসম্পন্ন হাজার হাজার যুদ্ধজাহাজ যা শত্রু-টার্গেটে ব্যাপকভিত্তিক অভিযান চালাতে সক্ষম। এছাড়া, ইরানের হাতে বিভিন্ন রকমের ড্রোন রয়েছে যা হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এবং তারা তথ্য-চিত্র সংগ্রহ করে তা সরাসরি কিংবা পরোক্ষভাবে টেরেস্ট্রিয়াল স্টেশন বা ভূ-কেন্দ্রে পাঠাতে পারে। এর পাশাপাশি ইরান অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে শত্রুর দ্রুত গতির যানবাহনে অত্যন্ত নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। ইরান গত কয়েক বছরে সামরিক খাতে ব্যাপক উন্নতি লাভ করেছে এবং এক ধরনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

Comments
Loading...