পারিবারিক কলহে শিশু রাইসাকে হত্যা, আদালতে মায়ের স্বীকারোক্তি
রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে রাইসা আক্তার নামে ৯ মাসের শিশু সন্তানকে পুকুরের পানিতে নিক্ষেপ করে হত্যার ঘটনা আদালতে স্বীকার করেছেন মা ইয়াসমীন আক্তার। স্বামীর নির্যাতন সইতে না পেরে পারিবারিক কলহের জেরে নিজের ঘুমন্ত সন্তানকে হত্যা করেন ওই মা। সোমবার দুপুরে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৬৪ধারায় তিনি এমন স্বীকারোক্তি প্রদান করেন।
মামলার তদন্ত কর্মকর্তা লক্ষ্মীপুর সদর থানার ইসআই মো. আবদুল ওহাব সরকার জানান, স্বামীর নির্যাতন সইতে না পেরে শনিবার রাত ১২টার দিকে নিজে ঘুমন্ত সন্তানকে পুকুরে ছুঁড়ে ফেলে হত্যা করে মা ইয়াসমীন। সোমবার দুপুরে আদালতে ১৬৪ধারায় এমন স্বিকারোক্তি প্রদান করেন তিনি।
উল্লেখ্য, রোববার সকালে উপজেলার দালালবাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রাম থেকে শিশু রাইসার লাশ উদ্ধার ও এলাকাবাসীর সহযোগিতায় রাইসাকে হত্যার অভিযোগে তার মা ইয়াসীন আক্তারকে আটক করে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে শনিবার রাতে পুকুরে ছুঁড়ে ফেলে ওই শিশুকে হত্যা করা হয়। এ ঘটনায় রোববার রাতে শিশুর বাবা আবুল খায়ের বাদী হয়ে তার স্ত্রীকে আসামী করে থানায় মামলা করেন।