Connecting You with the Truth

পালালেন সাবেক ওসি, প্রত্যাহার বর্তমান ওসি

ঢাকা উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হত্যার মামলায় আসামি হওয়ার পর হেফাজত থেকে পালিয়ে গেছেন। ঘটনার পর বর্তমান ওসি মহিবুল্লাহকে ডিএমপি সদর দপ্তরে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মহিবুল্লাহকে প্রত্যাহার করে নতুন দায়িত্বে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

এটি ঘটে ৯ জানুয়ারি, যখন সাবেক ওসি শাহ আলম উত্তরা পূর্ব থানা হেফাজত থেকে পালিয়ে যান। ৮ জানুয়ারি কুষ্টিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাজ্জাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শাহ আলমকে ধরতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

Comments
Loading...