পালিয়ে আসা রোহিঙ্গাদের জমিতে সেনাবাহিনীর ঘাঁটি
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, মিয়ানমার থেকে নির্যাতনে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ফেলে আসা জমিতে ঘাঁটি তিরি করছে সেখানকার সেনাবাহিনী ।
মানবাধিকার সংগঠনটি জানায়, যেসব গ্রাম থেকে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে রোহিঙ্গারা পালিয়ে গেছেন সেখানে ফেলে আসা জমি ও ভিটে-বাড়ির উপর ঘাটি তৈরি করছে সেনাবাহিনী।স্যাটেলাইট থেকে ধারণ করা ছবি ও প্রত্যক্ষদর্শীদের বরাতে তারা ওই তথ্য জানতে পেরেছে।
অ্যামনেস্টি বলছে, জানুয়ারি মাসে রোহিঙ্গাদের গ্রামে বহু বাড়িঘর বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। নতুন করে সারি-সারি ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে।
এর আগে, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচও একই ধরনের অভিযোগ করেছে।
এদিকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একজন মুখপাত্র এটিকে সেনাবাহিনী দ্বারা ভূমি গ্রাস বলে উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, গত বছরের আগস্ট মাসের ২৫ তারিখ থেকে মিয়ানমারে সেনাবাহিনীর অভিযানে নির্যাতন শুরুর পর থেকে প্রাণভয়ে বাংলাদেশে প্রায় সাত লাখ রোহিঙ্গা পালিয়ে এসেছে।
সূত্র: বিবিসি