Connecting You with the Truth

‘পাসপোর্ট’

b-1বিনোদন ডেস্ক:
নিপা অস্ট্রেলিয়ায় থাকে। অনেকদিন যাবৎ সেখানে থাকলেও অস্ট্রেলিয়ান পাসপোর্ট নেই তার। এজন্য রীতিমত মরিয়া হয়ে দারস্থ হয় এক ইমিগ্রেশন উকিলের কাছে। উকিল তাকে নানা রকম প্রলোভন দেখিয়ে কাড়ি কাড়ি ডলার হাতিয়ে নেয়। নিপা একটা প্রিন্টিং প্রেসে কাজ করে। তার ম্যানেজার বাংলাদেশী রনি। একদিকে ব্যাক্তিগত সমস্যার কারণে নিপার মন-মেজাজ খারাপ, অন্যদিকে ম্যানেজার রনি বদমেজাজী ম্যানেজার। তাই এই দুজনের মধ্যে সারাক্ষণ খিটমিট লেগে থাকে। কিন্তু রনির একটা ভালো লাগার জায়গাও আছে নিপার প্রতি। তবে শেষ পর্যন্ত কি হবে নিপার? সে কি অস্ট্রেলিয়ান পাসপোর্ট পাবে নাকি রনির প্রেমের বন্ধনে জড়িয়ে পড়বে? জানার জন্য চোখ রাখতে হবে টেলিফিল্ম ‘পাসপোর্ট’-এ। আকিদুল ইসলামের রচনা ও আল হাজেনের পরিচালনায় এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, আলভী, ফজলুর রহমান বাবু, সাজু খাদেম প্রমুখ। ২ এপ্রিল, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এটি।


Comments
Loading...