Connecting You with the Truth

পিছিয়ে থেকে দ্বিতীয় দক্ষিণ আফ্রিকার দিন শেষ

স্পোর্টস ডেস্ক:s-3

নিজেদের প্রথম ইনিংসে ফাফ ডু প্লেসিস আর হাশিম আমলার অর্ধশতকে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের চাইতে ১০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। দিন শেষে তাদের সংগ্রহ তিন উইকেটে ২২৭ রান। দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ফাফ ডু প্লেসিসের করা ৬৮ রানে ভর করে দ্রুত এগোতে থাকে প্রোটিয়ারা। এছাড়া ওপেনার ডিন এলগারের ব্যাট থেকে আসে ৪২ রান। দিন শেষে অধিনায়ক হাশিম আমলা ৫৫ রানে এবং এবি ডি ভিলিয়ার্স ৩২ রানে অপরাজিত রয়েছেন। কেপটাউনে সিরিজের শেষ টেস্টে ডেল স্টেইন ও সায়মন হারমারের বোলিং তোপে দ্বিতীয় দিনের লাঞ্চের আগেই ৩২৯ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। প্রথম দিনে ছয় উইকেট হারিয়ে ২৭৬ রান তোলা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিনে মাত্র ৫৯ রান করতে সমর্থ হয়। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান আসে জস হাজলউডের ব্যাট থেকে। সফরকারীদের বিপক্ষে স্টেইন চারটি এবং হারমার তিনটি উইকেট নিয়েছেন। প্রসঙ্গত, প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২০ রানের বড় জয় পায় স্বাগতিকরা। আর বৃষ্টি বিঘিœত দ্বিতীয় টেস্ট ড্র হওয়ায় ১-০ তে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে শেষ ম্যাচে উভয় দলের জন্যেই জয় গুরুত্বপূর্ণ।

Comments
Loading...