Connecting You with the Truth

পিরোজপুরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের জাতীয় পার্টি (কাজী জাফর) সমর্থিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। তার নামে গাড়ি ভাঙচুরসহ দু’টি মামলা রয়েছে। এতদিন তিনি পলাতক ছিলেন।
গত কাল সকাল ৯টার দিকে নাজিরপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুই মামলায় হাজিরা দিতে সকালে পিরোজপুর আদালতে যাওয়ার জন্য নাজিরপুর বাসস্ট্যান্ডে যান মোহাম্মদ আলী। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

Comments
Loading...