পিরোজপুরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল
সাগর চৌধুরী, পিরোজপুর:
ঢাকার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতা-কর্মীদের প্রবেশে বাধা ও পুলিশের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেনের নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মার্কেট চত্বরে এক পথ সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, সহ-সভাপতি আ: ছালাম বাতেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহীদ, যুবদল কো-কনভেনর মনিরুল ইসলাম মনির, সরোয়ার হোসেন, শেখ হাসানুল কবির লীন, লাভলু গাজী, নাদের খান রাজু, হক সিকদার প্রমুখ।