পীরগঞ্জে মেধাবী ছাত্রের উপর সন্ত্রাসী হামলার বিচারের দাবীতে মানববন্ধন
জাকির হোসেন, পীরগঞ্জ প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মেধাবী ছাত্র তানজিল আহমেদ বন্ধনের উপর সন্ত্রাসী হামলার বিচারের দাবীতে মানববন্ধন হয়েছে। সুধী সমাজের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক-সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন, পীরগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খান, পাঠচক্র সভাপতি মোশারফ হোসেন, রাজনৈতিক নেতা জিল্লুর রহমান জুয়েল, রিপোর্টাস ইউনিটি’র সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন দুলাল, সাংস্কৃতিক কর্মী জিয়াউল্লাহ রিমু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আহ্বায়ক নূরনবী চঞ্চল, প্রেসক্লাব সদস্য মোঃ জাকির হোসেন প্রমূখ।
উল্লেখ্য, গত ১৭ জুলাই ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একদল সন্ত্রাসী ঢাকা কলেজের অনার্স বাংলা ১ম বর্ষের ছাত্র তানজিল আহমেদ বন্ধনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে ধারালো চাপাতি ও দা দিয়ে গুরুতর আঘাত করলে তাঁর চিৎকারে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ বিষয়ে মেধাবী ছাত্র বন্ধনের পিতা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ঠাকুরগাঁওয়ের-খ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ৮ জনকে আসামী করে মামলা দায়ের করেছে। এ ব্যাপারে পীরগঞ্জ থানা ওসি (তদন্ত) মোঃ ওয়াহেদ আলী জানান, অপরাধীদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
বাংলাদেশেরপত্র/এডি/এ