পীরগাছায় নবনিযুক্ত নির্বাহী অফিসারের সাথে উপজেলা আ’লীগের সৌজন্য মতবিনিময়
অামিরুল ইসলামঃ রংপুরের পীরগাছা উপজেলায় সদ্য নিযুক্ত উপজেলা নির্বাহি অফিসার জেসমিন প্রধানের সাথে সৌজন্য মতবিনিময় করলেন বাংলাদেশ আওয়ামীলীগ পীরগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত ।
পীরগাছা উপজেলাকে মডেল ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়তে উপস্থিত নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন সদ্য নিযুক্ত নির্বাহী অফিসার জেসমিন প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ পীরগাছা উপজেলা শাখার সভাপতি আব্দুল হাকিম সরদার, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ মিলন, সহ সভাপতি ও ২নং পারুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাবুল কালাম অাজাদ খান, সহ-সভাপতি আব্দুল হান্নান মন্ডল, যুগ্মসাধারণ সম্পাদক ডা: জাহিদুল হক, সাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ শাফায়েত জামিলসহ উপজেলা ও ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দ।