Connecting You with the Truth

পীরগাছায় বিনামূল্যে বই বিতরণ উৎসব

পীরগাছা প্রতিনিধি, রংপুর:
সারাদেশের ন্যায় বছরের প্রথম দিনেই রংপুরের পীরগাছা উপজেলায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রাথমিক, মাধ্যমিক, দাখিল ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পীরগাছা জে এন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় চত্ত্বরে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন বই তুলে দিয়ে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাউজুল কবির।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন অনু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সুজা মিয়া পীরগাছা জে এন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুর রউফ প্রমুখ।

উপজেলার প্রতিটি স্কুলের ন‍্যায় এ বছর জেএন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ১৮৮৫জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।

Comments
Loading...