পীরগাছায় আ’লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রংপুর ব্যুরো: রংপুরের পীরগাছায় উপজেলা আ’লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে পীরগাছা উপজেলা আ’লীগের সভাপতি মোঃ হাকিম সরদারের সভাপতিত্বে উপজেলা অডিটরিয়াম হলে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রমজানের ফজিলত ও দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন সরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পীরগাছা-কাউনিয়ার সাংসদ বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফাউজুল কবির, অফিসার ইনচার্য সরেশ চন্দ্র, ২নং পারুল ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ খান, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি।
এসময় উপস্থিত ছিলেন পীরগাছা প্রেসক্লাবের সভাপতি এম খোরশেদ আলম, থানা তদন্ত কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ জাহিদুল হক, সাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিন, ১নং কল্যাণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আলম, উপজেলা যুবলীগ নেতা প্রভাষক নাহিদ হাসান লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াসিম আহম্মেদ, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সাফায়েত জামিলসহ উপজেলার ৯টি ইউনিয়নের আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।