Connecting You with the Truth

পুলিশের লুট হওয়া দুই হাজারের বেশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, বাহিনীর লুট হওয়া অস্ত্রের মধ্যে এখনো দুই হাজার ৬৬টি আগ্নেয়াস্ত্র এবং তিন লাখ ২০ হাজার ৬৬০ রাউন্ড গুলি উদ্ধার হয়নি। এসব আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে চায়না রাইফেল, রাইফেল, এসএমজি, এলএমজি, পিস্তল, শটগান, টিয়ার গ্যাস লঞ্চারসহ বিভিন্ন ধরনের অস্ত্র।

এছাড়া গোলাবারুদ হিসেবে সাউন্ড গ্রেনেড, স্টান গ্রেনেড, টিয়ার গ্যাস সেল, টিয়ার গ্যাস স্প্রে এবং কালার স্মোক গ্রেনেডের মতো সরঞ্জামও লুট হয়েছিল।

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানা, ফাঁড়ি এবং অন্যান্য স্থাপনায় বিক্ষুব্ধ জনতার হামলার সময় পুলিশের পাঁচ হাজার ৮২৯টি আগ্নেয়াস্ত্র এবং ছয় লাখ ৬ হাজার ৭৪২ রাউন্ড গুলি লুট হয়ে যায়। এর মধ্যে এখন পর্যন্ত তিন হাজার ৭৬৩টি অস্ত্র এবং দুই লাখ ৮৬ হাজার ৮২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

অবশিষ্ট লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে এবং লাইসেন্স স্থগিতের পরও যারা অস্ত্র জমা দেননি, তাদের থেকে অস্ত্র উদ্ধারে বুধবার মধ্যরাত থেকে যৌথ বাহিনী অভিযান শুরু করেছে।

Comments
Loading...